Saturday, July 6, 2013

PANCHAYAT ELECTIONS IN WEST BENGAL: ফের হাইকোর্টে নির্দেশ রাজ্যকে ভোটে অবাধ প্রচারের ব্যবস্থা করতে হবে

ফের হাইকোর্টে নির্দেশ রাজ্যকে ভোটে অবাধ প্রচারের ব্যবস্থা করতে হবে


নিজস্ব প্রতিনিধি


কলকাতা, ৫ ই জুলাই— আসন্ন পঞ্চায়েত নির্বাচনে প্রার্থীদের বাধাহীন প্রচারের ব্যবস্থা করতে হবে। প্রচারে প্রার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে রাজ্য সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। শুক্রবার কলকাতা হাইকোর্ট এই নির্দেশ দিয়েছে। আদালত তার নির্দেশে বলেছে শনিবারই এব্যাপারে রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসতে হবে সরকারকে। আদালত বলেছে কমিশনের সঙ্গে ওই বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং পুলিসের ডি জি। আদালতের এই নির্দেশ পাবার পরই রাজ্য নির্বাচন কমিশন শনিবার সকাল সাড়ে দশটায় প্রার্থীদের নিরাপত্তা সংক্রান্ত বৈঠকের আয়োজন করেছে। রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া থেকে শুরু করে প্রচার প্রক্রিয়া চালানোর সময় আক্রান্ত হচ্ছেন বিরোধী দলের প্রার্থীরা। বহু পঞ্চায়েত এলাকায় বিরোধী দলের প্রার্থীদের খুনের হুমকি দেওয়া হচ্ছে। বহু প্রার্থী ঘরছাড়া হয়ে আছেন। অনেক পঞ্চায়েত আছে যেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা একতরফা প্রচার করছেন। সেখানে বিরোধী প্রার্থীদের পোস্টার, ব্যানার ছিঁড়ে দিয়ে প্রার্থীকে এলাকা ছাড়া করে দেওয়া হয়েছে। এই আক্রমণের বিরুদ্ধে ভোটে নির্বিঘ্নে প্রচার করতে চেয়ে আদালতে মামলা করেছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড়ের বোদরা গ্রাম পঞ্চায়েতের সি পি আই (এম) প্রার্থী মানোয়ারা বিবি। শুক্রবার বিচারপতি সঞ্জীব ব্যানার্জি মন্তব্য করেছেন নিরাপত্তা বাহিনী দিয়ে অবাধে ভোটের প্রচার করার ব্যবস্থা করা দরকার। এখন বিনা বাধায় প্রচার চালানোর পরিস্থিতি নেই। রাজ্য সরকারের উচিত বিনা বাধায় প্রার্থীদের প্রচারের ব্যবস্থা করা। তবে এব্যাপারে রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্য সরকারের আলোচনা করে নেওয়া উচিত। তিনি শনিবার রাজ্য সরকারকে কমিশনের সঙ্গে আলোচনায় বসার নির্দেশ দেন। এই সময় রাজ্য সরকারের আইনজীবী অশোক ব্যানার্জি আদালতে বলেন, রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের মামলা সুপ্রিম কোর্টে নিষ্পত্তি হয়ে গেছে। নির্বাচন কী ভাবে হবে তা সুপ্রিম কোর্টই বলে দিয়েছে। আবার মামলা কীসের? সরকারী আইনজীবীর এই বক্তব্যের পর বিচারপতি বলেন, রাজ্য পঞ্চায়েত প্রার্থীদের নিরাপত্তা নিয়ে শনিবারই বৈঠক হবে। বৈঠকের পর নিরাপত্তার বিষয়টি কোন পর্যায়ে থাকলো তা আদালতকে ১০ জুলাই রাজ্য সরকার জানাবে।

প্রসঙ্গত গত ২৮ শে জুন পঞ্চায়েত নির্বাচনে হামলার মুখে প্রচার করতে পারছেন না বলে আদালতে অভিযোগ জানিয়েছিলেন সি পি‌ আই (এম) প্রার্থী মানোয়ারা বিবি। আবেদনে তিনি বলেছিলেন প্রার্থীপদ প্রত্যাহারের জন্য ক্রমশ চাপ বাড়ছে। তাঁকে খুন করার হুমকি দিচ্ছে তৃণমূল কংগ্রেস। প্রার্থীদের নিরাপত্তা চেয়ে আদালতে মামলা করেছিল প্রদেশ কংগ্রেসও।এই দুটি আবেদনের একসঙ্গে শুনানি গ্রহণ করেছে আদালত। 

মানোয়ারা বিবির সঙ্গে রয়েছেন আর এক সি পি আই (এম) প্রার্থী মাজেদা বিবি। তাঁরও একই অভিযোগ। এঁরা দু জনেই দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় এক নম্বর ব্লকের বোদরা গ্রাম পঞ্চায়েতের প্রার্থী। মনোনয়ন প্রত্যাহার করার জন্য তৃণমূল কংগ্রেসের সমর্থকরা ভাঙড়ে সি পি আই (এম) প্রার্থীদের ওপর হামলা চালাচ্ছে। মানোয়ারা বিবি এবং মাজেদা বিবির ঘরবাড়ি ভাঙচুর হয়েছে। এই দুই প্রার্থী এখন নিজের ঘরে থাকতে পারছেন না। ভাঙড়ের এই অঞ্চলের ৩২ জন সি পি আই (এম) প্রার্থীকে প্রাণনাশের হুমকি দিয়ে এবং মারধর করে মনোনয়নপত্র প্রত্যাহার করানো হয়েছে। ইতোমধ্যেই হিংসা ছড়িয়ে ৬২৪৭টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। এই জয়ীদের মধ্যে রয়েছেন ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম। এখনও প্রার্থীপদ প্রত্যাহারের জন্য রাজ্যজুড়ে হিংসা চালানো হচ্ছে। এরই মধ্যে ভোটের লড়াইয়ে প্রচার করতে চেয়ে আদালতে মামলা শুরু হয়েছে। আবেদনকারীর পক্ষে আদালতে রয়েছেন আইনজীবী রবিশঙ্কর চ্যাটার্জি, উদয়শঙ্কর চ্যাটার্জি, সুমন চ্যাটার্জি।

- See more at: http://ganashakti.com/bengali/news_details.php?newsid=43270#sthash.9oV6JQ9E.dpuf

No comments:

Post a Comment